Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

 

০১।    ভিজিডি কর্মসূচীর অধীনে উপজেলার দারিদ্রপীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলাদের দুই বছর ধরে মাসে ৩০ কেজি হারে গম/চাল প্রদান করা হয় এবং অনুমোদিত এনজিও এর মাধ্যমে আয় বর্ধক ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়।

 

০২।    ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতায় গ্রামীন দুঃস্থ ও অসহায় নারীদের আত্নকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ৫,০০০/- হতে ১৫,০০০/- টাকা পর্যন্ত  ঋণ প্রদান করা হয়ে থাকে।

 

০৩।   দরিদ্র মায়ের জন্য মার্তৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে ২বৎসর মেয়াদে মাতৃত্বকালীনভাতা প্রদান করা হয় এবং অনুমোদিত এনজিও এর মাধ্যমে প্রসূতী মায়ের জন্য শিশু স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়।

 

০৪।    উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়।

 

০৫।    মহিলা উন্নয়ন কর্মসূচীকে সমপ্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদানের ব্যবস্থা করা হয়।

 

০৬।   দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল হতে আর্থিক সাহায্যার্থে উপজেলা কমিটির মাধ্যমে অসহায় / অসুস্থ্য / অনাথ মহিলা ও শিশুদের আবেদন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রেরণ করা হয়।

 

০৭।   নারী নির্যাতন , যৌতুক , বাল্য বিবাহ , নারী ও শিশু পাচার প্রতিরোধের জন্য উঠান বৈঠকের মাধ্যমে জনগনকে সচেতন করা হয়।

 

০৮।   বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ কর্তৃক মহিলা সমিতিকে অনুদান প্রদানের জন্য নিবন্ধিত মহিলা সমিতির আবেদন পত্র মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রেরণ করা হয়।

 

০৯।    ক্লাব সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায় ০৩ বৎসর মেয়াদে সপ্তাহে ২দিন ২ঘন্টা করে অত্র উপজেলা ৬টি ইউনিয়নের ৬টি ক্লাবে ৩০ জন করে সর্বমোট ১৮০জন সদস্যকে সামাজিক সচেতনতা মূলক শিক্ষা, খেলাধুলা বিনোদনসহ মানসিক বিকাশে নানা উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়।